আখেরী জামানা

আখেরী জামানা আসিয়াছে ভাই, এইতাে আখেরী জামানা;

ইমাম মাহদী আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুন না?

এইতাে আখেরী জামানা।

চৌদ্দ শতাব্দী হয়ে গেছে পার, তােমরা কি তাহা জান না?

একই রমযানে চাদে ও সুরুযে, গ্রহণ লাগিল দেখ না।

পূর্ব গগণে ধুমকেতু এল,

জমি ঘন ঘন কাঁপিয়া বলিল-

“দ্বীনের মাহদী আসিয়াছে ভবে” কান খুলে কেন শুন না?

এইতাে আখেরী জামানা।

মরুভূমি হল উষ্ট্র বেকার, মানুষ উড়িলো আকাশে;

জুয়া-ব্যাভিচার চোরাকারবার, করিতেছে লােকে হরষে।

হিলা শরা দিয়া ফাছেকের দল,

দাঁত বের করে হাসে খলখল,

দ্বীন ইসলামের বাহাত্তর ভাগ, করিল পীর ও মওলানা;

এইতাে আখেরী জামানা।

রাজা হল প্ৰজা, প্রজা হল রাজা, ভােটের ভিখারী নেতারা,

বিনা ভােটে পাশ, সকল নবীরা জান নাকি তাহা তােমরা?

ইমাম মাহদীর শুনিয়া ঘােষণা,

বলিল সকলে ভােট-তো দিব না,

আল্লাহর মনােনয়নেতে পাশ, ইমাম মাহদী দেখ না।

এইতাে আখেরী জামানা।

Podden och tillhörande omslagsbild på den här sidan tillhör Bangla Nazam (বাংলা নযম). Innehållet i podden är skapat av Bangla Nazam (বাংলা নযম) och inte av, eller tillsammans med, Poddtoppen.